কী ঘটতে চলেছে আফগানিস্তানের ভাগ্যে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/15/aaphgaanistaan.jpg)
আফগানিস্তানের নিয়ন্ত্রণ প্রায় তালেবানের হাতে চলে এসেছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তালেবান যোদ্ধারা রোববার রাজধানী কাবুলে পৌঁছার পর তাদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে আলোচনাও হয়ে গেছে বলে জানিয়েছেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী।
কোনো প্রতিশোধ নয়, কাবুলবাসীর সম্পত্তি ও জীবন নিরাপদ : তালেবান
কয়েক দিনের মধ্যেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে আশা করছে তালেবান। এই পরিস্থিতিতে আফগান জনগণকে আশ্বস্ত করে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তারা জনগণের ওপর কোনও প্রতিশোধ নেবে না।
সুহাইল শাহিন বলেন, ‘আফগানিস্তানের জনগণ, বিশেষ করে কাবুলের বাসিন্দাদের আমরা আশ্বস্ত করতে চাই যে, তাদের জীবন ও সম্পদ নিরাপদ। কারও ওপর কোনও প্রতিশোধ নেওয়া হবে না। আমরা জনগণ ও দেশের সেবক।’
দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট
মাত্র ১০ দিনের অভিযানে আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে তালেবান বাহিনী। তালেবান বাহিনী রাজধানী কাবুলে ঢুকে পড়ার পর ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ প্রক্রিয়ার মধ্যেই এবার প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশ ছাড়ার খবর এসেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার জানিয়েছে, প্রেসিডেন্ট আশরাফ ঘানি এরই মধ্যে তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ত্যাগ করেছেন।
রয়টার্স বলছে, এ বিষয়ে বক্তব্যের জন্য তারা প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করলে সেখান থেকে বলা হয়েছে, ‘নিরাপত্তার স্বার্থে’ আশরাফ ঘানির গতিবিধি সম্পর্কে কোনো তথ্য দেওয়া তাদের পক্ষে ‘সম্ভব না’।
তালেবানের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, আশরাফ ঘানি এখন কোথায়, তারা সে বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন।
‘লুটপাট ঠেকাতে’ কাবুলে তালেবানের প্রবেশ
প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশত্যাগের পর যোদ্ধাদের রাজধানী কাবুলে প্রবেশের নির্দেশ দিয়েছে তালেবান। রোববার সন্ধ্যায় যোদ্ধাদের কাবুলে প্রবেশের নির্দেশ দেয় তারা।
তালেবানের এক মুখপাত্র বলেছেন, সদস্যদের কাবুলে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। ‘লুটপাট ঠেকাতে’ এই নির্দেশ দেওয়া হয়েছে।
মুখপাত্র আরও বলেন, পুলিশ এবং সরকারি কর্মকর্তারা নিজেদের পদ-পদবি ছেড়ে পালিয়ে চলে যাচ্ছেন। সেখানে আইন ও নিয়মশৃঙ্খলারও একটি বিষয় রয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আলোচনায় জিলালির নাম
তালেবানের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমাদ জিলালির নাম এসেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যাপনায় যুক্ত এই আফগান রাজনীতিককেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেখা যেতে পারে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে তালেবান জিলালিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মেনে নিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স বলছে, প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকার ক্ষমতা ছাড়ার পর জিলালিকেই ‘সম্ভাব্য গ্রহণযোগ্য’ ব্যক্তি বলে মনে করা হচ্ছে, যিনি এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দেখভাল করতে পারেন।
সেই বাগরাম বিমান ঘাঁটির দখল এখন তালেবানের হাতে
দীর্ঘ ২০ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের জন্য আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি তালেবান ও আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ের মূল রণক্ষেত্র ছিল। এবার বাগরাম বিমান ঘাঁটিটি দখলে নিল তালেবান। একই সঙ্গে এর কারাগারও তাদের দখলে। খবর বিবিসির।
২০০১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনী এ ঘাঁটিতে প্রবেশ করে। পরিত্যক্ত অবস্থায় পেলেও পরে এটিকে ১০ হাজার সৈন্য রাখতে সক্ষম এমন বিশাল ঘাঁটিতে পরিণত করা হয়। জজ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতে পরিদর্শন করেন এ ঘাঁটি।
বাগরামে একটি কারাগারও রয়েছে, যেখানে সংঘাতের সময় মার্কিন সেনাদের হাতে আটক বন্দিদের রাখা হতো, যা কিউবার কুখ্যাত কারাগারের নামে ‘আফগানিস্তানের গুয়ান্তানামো’ হিসেবে পরিচিতি পায়।
‘মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে’ আফগানিস্তান : জাতিসংঘ
আফগানিস্তানের প্রায় সবটা দখল করেছে তালেবান। নতুন করে তাদের উত্থানে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে দেশটির হাজারও মানুষ। এসব মানুষের সংখ্যা বাড়তে থাকায় দেশটিতে শিগগিরই ‘মানবিক বিপর্যয়’ নেমে আসছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনসিএইচআর-এর মুখপাত্র সাবিয়া মান্তু জানিয়েছেন, আফগানিস্তানে গত মে মাস থেকে আড়াই লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এদের মধ্যে অন্তত ৮০ শতাংশই নারী ও শিশু।
এর আগে, এক সংবাদ সম্মেলনে বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপির ঊর্ধ্বতন কর্মকর্তা থাম্পসন ফিয়েরি বলেছেন, ‘আমরা (আফগান) পরিস্থিতির আরও অবনতি ঘটা এবং বিপুল সংখ্যক মানুষ অচিরেই ক্ষুধাপীড়িত হওয়ার আশঙ্কা করছি… পরিস্থিতি যা দেখা যাচ্ছে, তাতে সামগ্রিকভাবে মানবিক বিপর্যয়েরই লক্ষণ দেখা যাচ্ছে। আর, এটা খুব দ্রুতই হতে যাচ্ছে।’
জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সমন্বয় কার্যালয়ের মুখপাত্র জেনস লার্কে বলেন, তালেবানের হামলার মুখে হাজারও মানুষ পল্লী এলাকাগুলো থেকে পালিয়ে রাজধানী কাবুলে চলে যাচ্ছেন আশ্রয়ের খোঁজে।
আফগান মিশন ‘সফল’ হয়েছে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এদিন যুক্তরাষ্ট্র কাবুলে তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ জোরদার করেছে।
নিউইয়র্ক টাইমস বলছে, বিশাল আকৃতির দুই ইঞ্জিনবিশিষ্ট চিনুক এবং দ্রুতগতির ব্ল্যাকহক হেলিকপ্টারগুলোকে দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার কাজে লাগানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটির পর একটি হেলিকপ্টার দূতাবাসের ভেতরে নামছে, আর কিছুক্ষণের মধ্যেই যাত্রী বোঝাই করে উড়ে যাচ্ছে। বার্তা সংস্থা এপি জানায়, এদিন সকালে কূটনৈতিক সাঁজোয়াযানের বহর মার্কিন দূতাবাস এলাকা ত্যাগ করতে দেখা যায়।
এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, আফগান মিশন ‘সফল’ হয়েছে।