ক্রাইস্টচার্চ হামলার দুই বছর আজ, যা বললেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

দুই বছর আগে আজকের দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ভয়াবহ বন্দুক হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করেন এক শ্বেতাঙ্গ আধিপত্যপন্থি ব্যক্তি। এ উপলক্ষে আজ সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘বর্ণবাদ ও শ্বেতাঙ্গ আধিপত্য নিয়ে বিশ্বের এখনও কথা বলা প্রয়োজন।’
২০১৯ সালের ১৫ মার্চ ভারি অস্ত্র নিয়ে মসজিদে মুসল্লিদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেন্টন ট্যারান্ট। গুলি চালানোর সময় নিজের ফেসবুক আইডিতে সরাসরি ভিডিও প্রচার করেন তিনি। হামলার আগমুহূর্তে শ্বেতাঙ্গ আধিপত্যবাদের পক্ষে বিভিন্ন কথা লেখা একটি ইশতেহারও প্রকাশ করেন। তার বিরুদ্ধে বিচার চলমান রয়েছে।

ওই হামলার দুই বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘এর আগেও ভয়াবহ বর্ণবাদের শিকার হতেন আমাদের মুসলিম কমিউনিটির সদস্যেরা।’
দুই বছর আগের তুলনায় বর্তমানের নিউজিল্যান্ড মুসলমানদের জন্য বেশি নিরাপদ কি না, এমন প্রশ্নের জবাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘এই প্রশ্নের উত্তর আমার একা দেওয়ার বিষয় নয়। তবে আমি এটুকু বলতে পারি, এই জায়গাটায় অনেক কাজ বাকি রয়েছে আমাদের।’ এ সময় দেশটিতে বসবাসরত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হৃদ্যতা বাড়াতে ১০ লাখ নিউজিল্যান্ড ডলার বরাদ্দের কথা উল্লেখ করেন তিনি।
ভয়াবহ ওই হামলার ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদন দেয় নিউজিল্যান্ডের রয়্যাল কমিশন। তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার বিষয়টি উঠে আসে। তাতে বলা হয়, ওই হামলার আগ পর্যন্ত শুধুমাত্র ইসলামী সন্ত্রাসবাদের হুমকি নিয়েই চিন্তাপরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। পরে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জন্য ক্ষমা প্রার্থনা করেন।