গাজায় আল জাজিরা ও এপি’র ভবন মাটিতে মিশিয়ে দিল ইসরায়েল (ভিডিও)
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/15/2021-05-15t135351z_1479944811_rc2dgn9dg6d6_rtrmadp_3_israel-palestinians-tower-media_0.jpg)
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় একটি বহুতল ভবন মুহূর্তেই মাটির সঙ্গে মিশে গেছে। আজ শনিবার বিমান থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা ফেলা হয় ভবনটিতে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই ভবনটিতে আল জাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অফিস ছিল। পাশাপাশি সেটি আবাসিক ভবন হিসেবেও ব্যবহার করা হতো। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখনো জানা যায়নি।
ওই ঘটনার ছবি ও ভিডিওতে দেখা যায়, বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়ছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে। ভবনটিতে এপির ব্যুরো কার্যালয় ছিল।
এদিকে গাজার অফিসটিতে ১১ বছর ধরে কাজ করা আল জাজিরার সাংবাদিক সাফাওয়াত আল খালুত এক প্রতিক্রিয়া বলেছেন, দুই সেকেন্ডের মধ্যেই ভবনটি মাটির সঙ্গে মিশে যায়। তিনি বলেন, ‘আমি ১১ বছর ধরে সেখানে কাজ করছি। আমি অনেক ঘটনা ভবনটি থেকে কাভার করেছি, আমরা পেশাদার জীবনযাপন করেছি, দুই সেকেন্ডের মধ্যে এখন সবকিছুই হারিয়ে গেল।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/05/15/oo.jpg 570w)
আল জাজিরার খবরে বলা হয়েছে, টানা ষষ্ঠ দিনের মতো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত আট ইসরায়েলি নিহত হয়েছেন। এর মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য রয়েছে।