গাজায় ইসরায়েলের বিমান হামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/22/gaza.jpg)
ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে আজ রোববার ভোরে বিমান হামলা চালায় ইসরায়েল। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রোববার গাজার খান ইউনিস জেলার বেইত হানুন শহরে হামাসের একটি স্থাপনার ওপর ইসরায়েল বিমান হামলা চালায়। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে এ কথা জানানো হয়।
ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। রকেট ইসরায়েলের আশকেলান শহরের একটি কারখানায় আঘাত হানে। এ সময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/22/israel.jpg)
গত রোববারও ইসরাইলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছিল। সেসময় ইসরাইলি বাহিনী দাবি করে, গাজা থেকে রকেট ছোঁড়ার জবাবে তারা ওই হামলা চালায়।