‘গাজায় ইসরায়েলের বোমা হামলায় বহু বছর পিছিয়ে গেছে হামাস’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/19/israel_gaza.jpg)
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘গাজায় এবারের ৯ দিনের ইসরায়েলি বোমা হামলায় বহু বছর পিছিয়ে গেছে হামাস।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।
নেতানিয়াহু বলেছেন, “গাজার নিয়ন্ত্রণকারী সন্ত্রাসী গোষ্ঠী হামাস এবার ‘অপ্রত্যাশিত মাত্রায় বিস্ফোরণ’ দেখছে। ‘ইসরায়েলিদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত’ এই অভিযান চলবে।”
গাজায় হামলা অব্যহত
গাজায় বিমান হামলা ও কামানের গোলা ছোড়া অব্যহত রেখেছে ইসরায়েল। দিনে ও রাতে সমানে বিভিন্ন জায়গায় বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী।
এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২১৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ১০০ জন নারী ও শিশু। ইসরায়েলের দাবি, গাজায় নিহতদের মধ্যে অন্তত দেড়শ সন্ত্রাসী রয়েছে। যদিও হামাস তাদের যোদ্ধাদের হতাহতের কোনো তথ্য জানায়নি।
পশ্চিম তীরে ধর্মঘট, ইসরায়েলি পুলিশের গুলি
গাজায় চলমান বোমা হামলার প্রতিবাদে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমের ফিলিস্তিনিরা সাধারণ ধর্মঘট পালন করেন গতকাল মঙ্গলবার। সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও দোকানপাট বেশিরভাগ বন্ধ ছিল। ইসরায়েলি সংখ্যাগরিষ্ঠ হাইফা এলাকার মানুষজনও এ ধর্মঘটে অংশ নেয়।
এদিন পশ্চিম তীরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি পুলিশ। রামাল্লাহর কাছাকাছি একটি এলাকায় গতকাল মঙ্গলবার অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।
জেরুসালেমের দামেস্ক গেট এলাকা থেকে ফিলিস্তিনিদের কয়েকজনকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি পুলিশ।
ইসরায়েলে হামাসের রকেট হামলা
গতকাল মঙ্গলবার ইসরায়েলে অন্তত তিন হাজার ৩০০ রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিন দক্ষিণ ইসরায়েলের একটি এলাকায় দুজন বিদেশি কৃষক নিহত হয়েছে।
এ পর্যন্ত ইসরায়েলে দুই শিশুসহ ১২ জন নিহতের কথা জানা গেছে। ইসরায়েলের দাবি, গাজায় হামাসসহ অন্যান্য সংগঠনের হাতে অন্তত ১২ হাজার রকেট অথবা মর্টার রয়েছে।
যুদ্ধবিরতি চেষ্টা
কূটনীতিকদের যুদ্ধবিরতি চেষ্টায় সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে না। যুদ্ধবিরতির আহ্বান সংবলিত ঘোষণার খসড়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে জমা দিয়েছে ফ্রান্স। এতে সহযোগিতা করেছে মিসর ও জর্ডান।
গাজায় জরুরি সহায়তা পৌঁছানোর জন্য মঙ্গলবার সকালে সীমান্ত খুলে দিলেও কিছুক্ষণ পরই তা বন্ধ করে দেয় ইসরায়েল।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/05/19/israel_gaza_insert.jpg 687w)
উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের জেরুসালেমে আল জাররাহ এলাকা দখলে নেওয়ার প্রচেষ্টা চালায়। এ নিয়ে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে থেমে থেমে উত্তেজনা চলে আসছিল। গত ৭ মে পবিত্র মাহে রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদা আদায় করতে বিপুল মুসল্লি আল-আকসা মসজিদে সমবেত হলে ইসরায়েলি বাহিনী তাদের ওপর চড়াও হয়। মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।
এর দুদিন পর শবে কদরেও আল-আকাসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু হয়। পরে গত ১০ মে থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।