চীনের কমিউনিস্ট পার্টির ৯ কোটি সদস্যের ওপর আসছে মার্কিন নিষেধাজ্ঞা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/17/china.jpg)
চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির প্রায় ৯ কোটি ২০ লাখ সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে আমেরিকা। শুধু ক্ষমতাসীন দলের সদস্যই না, তাদের পরিবারের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এর ফলে চীনা কর্মকর্তারা তাদের পরিবারসহ কেউই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না। খবর রয়টার্সের।
এ নিষেধাজ্ঞা কার্যকর হলে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ থেকে নিম্নসারির সব পদে বড় ধরনের আঘাত হবে। এর মধ্যে কূটনীতিক, ব্যবসায়ী কর্মকর্তারাও যুক্ত থাকবেন। তবে কমিউনিস্ট পার্টির কোনো সদস্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না এমন নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা হবে ‘দুঃখজনক’। এক প্রতিক্রিয়ায় এমন নরম সুরে কথা বলেছে চীন।
এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী হুয়া চানয়িং বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে বলেন, ‘এটি সত্য হলে তা হবে খুবই বেদনাদায়ক।’
চীনা কমিউনিস্ট পার্টির ৯ কোটি ২০ লাখ সদস্য রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিলে এটি হবে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া সবচেয়ে বড় সিদ্ধান্ত। তবে এটি সবেমাত্র খসড়া আকারে করা হয়েছে, শেষমেশ নাকচও হয়ে যেতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিক সময়ে চীনের করোনাভাইরাস ব্যবস্থাপনা, দক্ষিণ চীন সাগরে সামরিক বহর বৃদ্ধি ও উইঘুর মুসলমান সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের সমালোচনা করছেন।
নিউইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্র চীনা নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে কমিউনিস্ট পার্টির নেতারা যুক্তরাষ্ট্রে আসতে পারবেন না এবং বর্তমানে অবস্থানকারীরা চীনে ফিরে যেতে বাধ্য হবেন।
তবে যুক্তরাষ্ট্রের হাতে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের তথ্য-উপাত্ত না থাকায় এ সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে। বছরে লাখ লাখ চীনা নাগরিক যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন। গত ১৪ দিনে চীন ভ্রমণ করেছেন এমন ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন।
চীনে উৎপত্তি হওয়া করোনাভাইরাসের আক্রমণে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা, চীন এই ভাইরাস ল্যাবরেটরিতে তৈরি করেছে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিরুদ্ধে অভিযোগ তোলেন, করোনা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিয়ে সংস্থাটি চীনের হয়ে কাজ করছে। করোনার আগে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ চললেও এখন তা ঘোরতর পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে।