চীনের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি হোয়াইট হাউসের
হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে। চীন হংকংয়ের স্বায়ত্তশাসনের বিধি ‘একেবারে লঙ্ঘন’ করে সেখানের গণতন্ত্রপন্থী চার আইনপ্রণেতাকে বহিস্কার করার পর বুধবার এমন হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করল হোয়াইট হাউস।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েন বলেন, ‘হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিল থেকে গণতন্ত্রপন্থী আইনপ্রণেতাদের বহিষ্কারে বেইজিংয়ের সাম্প্রতিক পদক্ষেপ চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) দেওয়া আন্তর্জাতিক প্রতিশ্রুতির একেবারে লঙ্ঘন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
রবার্ট ও’ব্রিয়েন আরো বলেন, হংকংয়ের গণতন্ত্র ধ্বংসের কাজে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

এনটিভি অনলাইন ডেস্ক