চীনে কারখানায় বিস্ফোরণ, নিহত ৭
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/13/pct01aiu.jpg)
চীনের হুবেই প্রদেশে একটি পলিথিনের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
চীনের উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশে একটি পলিথিনের কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছে আরো একজন।
চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রদেশটির উজি জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সরকারের সূত্র জানিয়েছে।
বিস্ফোরণের পর পরই উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।