জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি, সরব রিপাবলিকানেরাও
খোদ ট্রাম্পের দলেরই এক সিনেটর বলেছেন, ‘তিনি মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসনযোগ্য অপরাধ করেছেন।’ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর প্যাট টুমি স্থানীয় সময় গতকাল শনিবার এ কথা বলেছেন। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
রিপাবলিকান নেতা প্যাট টুমি ফক্স নিউজকে বলেন, ‘আমি মনে করি, ট্রাম্প অভিশংসনযোগ্য অপরাধ করেছেন।’ তবে, যেহেতু ট্রাম্প মেয়াদের শেষ সময়ে রয়েছেন, এ কারণে অভিশংসন বিলে সই করবেন না সিনেটর টুমি।
টুমি বলেন, ‘আমি বিশ্বাস করি, ট্রাম্প এ সপ্তাহে যে আচরণ করেছেন, তাতে তিনি দায়িত্ব পালনের যোগ্যতা হারান। কিন্তু হাতে মাত্র ১০ থেকে ১১ দিন।’ সব প্রক্রিয়া শেষ করে দু-তিন দিন আগে ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণ কতটা যৌক্তিক বা বাস্তববাদী কাজ হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন সিনেটর প্যাট টুমি।
এ ছাড়া রিপাবলিকানদের অনেকেই ট্রাম্পের অপসারণ চাইছেন। ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাজ শুরু করার কথা রয়েছে।
রিপাবলিকানদের মধ্যে সিনেটর লিসা মুরকৌস্কি প্রথম জানান যে, তিনি ট্রাম্পকে হোয়াইট হাউসে দেখতে চান না। গত শুক্রবার সিনেটর লিসা বলেন, ‘আমি তাঁকে আর চাই না। কারণ (তিনি) যথেষ্ট ধংসযজ্ঞ চালিয়েছেন।’
ইলিনয়ের রিপাবলিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্য অ্যাডাম কিনজিঙ্গার সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী ট্রাম্পকে অপসারণের কথা বলেন।
নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর বেন স্যাসে শুক্রবার জানান, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এলে তিনি তা ভেবে দেখবেন।
এদিকে, গতকাল শনিবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পাঁচ রিপাবলিকান সদস্য জো বাইডেনকে চিঠি লেখেন। এতে পেলোসিকে অভিশংসন প্রস্তাব না আনার অনুরোধ জানানোর আহ্বান করা হয়। চিঠিতে সই করা রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভরা হলেন কলোরাডোর কেন বাক, কেন্টাকির থমাস ম্যাসি, ক্যালিফোর্নিয়ার টম ম্যাকক্লিন্টক, সাউথ ক্যারোলাইনার ন্যান্সি মেস, টেক্সাসের চিপ রয়, নর্থ ডাকোটার কেলি আর্মস্ট্রং ও উইসকনসিনের মাইক গ্যাল্লাঘার।
মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি শুক্রবার বলেন, গত বুধবার ক্যাপিটল হিলের হামলার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার কারণে ট্রাম্পকে অপসারণে তাঁর বিরুদ্ধে অভিশংসন আনবেন হাউসের ডেমোক্র্যাট সদস্যেরা। আগামীকাল সোমবার হাউসে অভিশংসন প্রস্তাব আনার পরিকল্পনা রয়েছে তাদের।
গত বুধবার জো বাইডেনের বিজয় কংগ্রেসে অনুমোদনের দিন কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্প সমর্থকেরা। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সেদিন ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।