টিভির পাখি ধরতে বিড়ালের বিরল চেষ্টা!
প্রাণীকুল বড়ই বিচিত্র। মাঝেমধ্যে আমরা এমন সব কাণ্ড দেখি, যা আমাদের শুধু নির্মল আনন্দই দেয় না, প্রাণীকুলের প্রতিভাও প্রকাশ করে। হতে পারে তা বোকার মতো চেষ্টা, কিন্তু প্রচেষ্টাকে কে অগ্রাহ্য করবে।
ইন্ডিয়া ডটকমের খবর, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক বিড়ালকে টিভির পাখি ধরতে প্রাণান্তকর চেষ্টা করতে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখলে আপনি না হেসে পারবেন না। এমন আদুরে দৃশ্য খুব কমই মেলে।
ভিডিওতে দেখা যাচ্ছে, টিভিতে কিছু পাখি খেলছে। খাটে বসে আছে একটি পোষা কুকুর ও বিড়াল। তারা সে দৃশ্য দেখছে। হুট করেই টিভির পাখি ধরতে লাফ দেয় বিড়াল। কিন্তু ধরতে ব্যর্থ হয়ে নিচে পড়ে যায়। এ দৃশ্য দেখে হতবাক কুকুরটিও। তার মুখভঙ্গি সত্যিই মূল্যহীন।
ভিডিওটি ভাইরাল হয়েছে। অনেকে দারুণ মন্তব্য করেছেন। একজন অন্তর্জালবাসী লিখেছেন—অনেক প্রমাণই রয়েছে, বিড়ালের চেয়ে কুকুর বেশি স্মার্ট!

এনটিভি অনলাইন ডেস্ক