ট্রাম্পের অভিশংসন : সিনেটে বিচারের আগে দ্বন্দ্বে রিপাবলিকানেরা
মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ১০ সদস্য গত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের পক্ষে মত দেওয়ায় হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের মধ্যে ব্যাপকভাবে বিভক্তি দেখা দিয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
হাউসের রিপাবলিকান সদস্য লিজ চেনির দলীয় নেতৃত্ব থেকে পদত্যাগের দাবি উঠেছে। রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন লিজ চেনির বাবা। সেই চেনি নিজ দলের প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। চেনির মতো আরো যাঁরা আছেন, সবাই সহিংসতার আশঙ্কায় নিজেদের নিরাপত্তা বাড়িয়েছেন।
ট্রাম্পের কট্টর সমর্থকেরা লিজ চেনির দল থেকে পদত্যাগের দাবি তুলেছেন। তবে লিজ স্পষ্ট করে বলেছেন, ‘আমি কোথাও যাচ্ছি না। এটা স্রেফ মতামত দেওয়ার ভোট।’
আগের সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় উসকানির অভিযোগে গত বুধবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়।
ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিচারের মুখোমুখি হতে হবে। সেখানে ১০০ সদস্যের মধ্যে দুই-তৃতীয়াংশ ভোট পেলে ট্রাম্পকে সরে যেতে হবে। অন্তত ১৭ জন রিপাবলিকানকে ট্রাম্পের বিচারের পক্ষে ভোট দিতে হবে। নিউইয়র্ক টাইমস গত বুধবার জানিয়েছে, ২০ জনের মতো রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে যেতে মনস্থির করেছেন। সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেল সতীর্থদের উদ্দেশে এক বার্তায় জানিয়েছেন, সিনেটে বিচার হলে তিনি কী ভোট দেবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেননি তিনি।
কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদও রয়েছে মাত্র পাঁচদিন। এর মধ্যে সিনেটের বিচার সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে এটি হলে আরেকটি ভোটের মাধ্যমে ২০২৪ সালে নির্বাচনে দাঁড়ানো থেকে ট্রাম্পকে বিরত রাখতে পারেন সিনেটররা।
এদিকে, হাউসে ট্রাম্পকে অভিশংসন প্রসঙ্গে সেখানকার শীর্ষস্থানীয় রিপাবলিকান সদস্য কেভিন ম্যাকার্থি বলেছেন, ‘এত অল্প সময়ের মধ্যে প্রেসিডেন্টকে অভিশংসন হয়তো একটা ভুল। এটা পাস হয়েছে এর মানে এই নয় যে প্রেসিডেন্ট ত্রুটিমুক্ত হয়ে গেছেন। প্রেসিডেন্টের অবশ্যই কংগ্রেসে দাঙ্গাবাজদের হামলার ঘটনায় দায় রয়েছে।’
গত ৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজ ভোটের গণনা এবং জো বাইডেনের বিজয় প্রত্যয়নের জন্য কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ওয়াশিংটনের ক্যাপিটলে হামলা চালায় সশস্ত্র ট্রাম্প সমর্থকেরা। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।
ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই এরপর সতর্কবার্তায় জানিয়েছেন আগামী বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের দিন দেশের ৫০টি অঙ্গরাজ্যেই এমন ঘটনা আবারো ঘটানো হতে পারে।