ট্রাম্পের ওপর হামলায় বিশ্ব নেতাদের উদ্বেগ
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনি সমাবেশে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বন্দুকধারীর গুলি ট্রাম্পের কানে আঘাত করেছে। দেশটিতে ২০২৪ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই দুর্ভাগ্যজনক ঘটনায় অস্থিতিশীলতার আশঙ্কা আরও বেড়ে গেছে। খবর আলজাজিরার।
ট্রাম্পের ওপর মর্মান্তিক এই হামলায় বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্পের উপর সহমর্মিতা প্রদশন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ বলেছেন, আমার বন্ধু ও প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনার নিন্দা করে মোদি বলেন, রাজনীতি ও গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই।
আর্জেন্টিনার জনপ্রিয় ডানপন্থি নেতা জাভিয়ার মিলে এই গুলিবর্ষণের জন্য আন্তর্জাতিক বাম নেতাদেরকে দায়ী করে বলেন, নিজেদের এজেন্ডা চাপিয়ে দেওয়ার জন্য তারা সকলে সন্ত্রাসবাদের দ্বারস্থ হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি এবং তাঁর স্ত্রী সারা বন্দুকধারীদের এই হামলায় হতবাক হয়েছেন। তিনি আরও বলেন, আমরা তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য প্রার্থনা করছি।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের প্রতি সংহতি প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আরও বলেন, আশা করছি আগামী কয়েক মাস ধরে চলমান নির্বাচনি প্রচারণায় ঘৃণা ও সহিংসতা বাদ দিয়ে সংলাপ ও দায়িত্ব প্রাধান্য পাবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা হামলার নিন্দা জানিয়ে বলেছেন, রাজনীতিতে অলোচনার মাধ্যমে সকল কিছু সমাধান করা উচিত, মানুষদের কাছে এই হামলা গণতন্ত্রের মৃত্যু।

এনটিভি অনলাইন ডেস্ক