তালেবানের ওপর নিষেধাজ্ঞার পথ খোলা রেখেছেন জাস্টিন ট্রুডো
আফগানিস্তান নিয়ন্ত্রণকারী ইসলামি গোষ্ঠী তালেবানকে ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে উল্লেখ করে, সশস্ত্র সংগঠনটির ওপর নিষেধাজ্ঞার পথ খোলা রেখেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
ট্রুডো সাংবাদিকদের বলেন, ‘কানাডা এরই মধ্যে বলেছে এবং বহুদিন ধরেই মনে করে যে, তালেবান সন্ত্রাসী এবং তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। তাই তারা সন্ত্রাসীদের তালিকায় রয়েছে। সুতরাং, হ্যাঁ, আমরা নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে পারি।’
ধনী দেশগুলোর (কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র) জোট জি-সেভেন বা ‘জি৭’-এর নেতারা আজ মঙ্গলবার আফগানিস্তান নিয়ে অনলাইন বৈঠক করবেন।
জাস্টিন ট্রুডো জানান, জি৭ আর কী করতে পারে, তা নিয়ে জোটের নেতাদের সঙ্গে তিনি অচিরেই আলাপ-আলোচনার অপেক্ষায় আছেন।
জি-সেভেনের বর্তমান সভাপতি যুক্তরাজ্য বলছে—তালেবানের বিদ্যমান নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার বিষয়টি তাদের আচরণের ওপর নির্ভর করবে।
তালেবান ইসলামি গোষ্ঠীটি চলতি আগস্টের মাঝামাঝি আফগানিস্তানের ক্ষমতায় আসে। প্রায় ২০ বছর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর আক্রমণে ২০০১ সালে তালেবানের পতন হয়েছিল।