তুরস্কের নতুন ভূমিকম্পে নিহত ১, আহত ৬৯
তুরস্কে দক্ষিণ-পূবাঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) এই ভূমিকম্পে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৬৯ জন। কিছু ভবন ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। তুরস্কের কর্তৃপক্ষের বরাতে খবর রয়টার্সের।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান ইউনুস সিজার এক সংবাদ সম্মেলনে জানান, পাঁচটি ভবনে নিখোঁজদের খোঁজে উদ্ধারকর্মীরা কাজ করছে।
তিন সপ্তাহ আগের বিপর্যযের পর তুরস্কে আজ আবারও পাঁচ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালতয়া প্রদেশের ইয়েসিলিউর্ট শহরে। ইয়েসিলিউর্টের মেয়র মেহমেত সিনার হ্যাবারতুর্ক টেলিভিশনকে বলেছেন, শহরের কয়েকটি ভবন ধসে পড়েছে।
মালতয়া ছিল তুর্কি প্রদেশের ১১টি প্রদেশের মধ্যে একটি, যেগুলো গত ৬ ফেব্রুয়ারি সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এই ভূমিকম্পের ফলে তুরস্ক ও সিরিয়ার ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি তুরস্কের এক লাখ ৭৩ হাজারেরও বেশি ভবন ধসে পড়েছে বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি থেকে প্রায় ১০ হাজারটি আফটার শক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এ অঞ্চলে আঘাত হেনেছে।

এনটিভি অনলাইন ডেস্ক