চিলির উপকূলে ৭.৫ মাত্রার ভূমিকম্প
চিলির দক্ষিণাঞ্চলীয় উপকূল অ্যান্টার্কটিক ও ড্রেক প্যাসেজে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
ইউএসজিএসের বিবৃতিতে বলা হয়, শুক্রবার দিনগত রাত ২টা ১৬ মিনিটে (জিএমটি) ভূপৃষ্ঠের প্রায় ১০ দশমিক ৮ কিলোমিটার (৬ দশমিক ৭ মাইল) গভীরে এই ভূমিকম্পটি হয়। এই ভূমিকম্প থেকে কোনো সুনামির হুমকি নেই বলে তারা নিশ্চিত করেছে।
ড্রেক প্যাসেজ হলো দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত একটি বিশাল প্রণালি। যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্রও সুনামির আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে।
চিলির জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া পরিষেবা (সেনাপ্রেড) ভূমিকম্পটিকে ‘মাঝারি তীব্রতা’ হিসেবে বর্ণনা করেছে। একইসঙ্গে অ্যান্টার্কটিকা অঞ্চলের জন্য ‘সতর্কতামূলক সতর্কতা’ জারি করেছে। দর্শনার্থীদের সৈকতের এলাকা ও পাথুরে উপকূল ছেড়ে যেতে বলা হয়েছে।
চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ আমেরিকার মহাদেশের সবচেয়ে দক্ষিণের জনবসতিপূর্ণ এলাকা ‘মাগালায়নেস অঞ্চলের জন্য কোনো বিপদ নেই।

এনটিভি অনলাইন ডেস্ক