তুরস্কে ভূমিকম্প : ধসে পড়া ভবন থেকে ২২২ ঘণ্টা পর নারী উদ্ধার
তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের দশম দিন আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি)। এ দিনেও চলছে উদ্ধারকাজ। একইসঙ্গে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে গেছে। তবে, ভূমিকম্পের দশম দিনে এক নারীকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ২২২ ঘণ্টা পর ৪২ বছর বয়সী মেলিক ইমামোলু নামে এক নারীকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ।
প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানায়, তুর্কি ইতিহাসের শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প বলা হচ্ছে গত সোমবারেরটিকে। দেশটির কাহরামানমারাস প্রদেশের ওনিকিসুবাত থেকে ভূমিকম্পের ২২২ ঘণ্টা পর ইমামোলুকে জীবিত উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে একটি মেডিকেল টিমের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় তথ্যের কথা জানিয়ে গণমাধ্যমটি বলছে, ওনিকিসুবাতের হায়ারুল্লাহ এলাকার ওজডেমিরার অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষে নিচে একজন জীবিত রয়েছে বলে নিশ্চিতের পর বুরসা থেকে একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। পরে তাদের প্রচেষ্টায় ইমামোলুকে উদ্ধার করা হয়।
এদিকে, ভূমিকম্পের ২১২ ঘণ্টা পর আদিয়ামান শহর থেকে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ওই বৃদ্ধার পরিচয় নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলা এজেন্সি। তারা বলছে, ওই বৃদ্ধার নাম ফাতমা গুনগর। উদ্ধারের পরই ওই বৃদ্ধাকে জড়িয়ে ধরেন সেখানে উপস্থিত থাকা তারা পরিবারের সদস্যরা। ভূমিকম্পের ২০৫ ঘণ্টা পর ৩৫ বছর বয়সী এক নারীকে উদ্ধারের কথা জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি।
গত সপ্তাহের সোমবার দুই দফার ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্ক ও সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল। ইতোমধ্যে দুদেশ মিলিয়ে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পে তুরস্কে ৩৫ হাজার ৪১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আর সিরিয়ার নিহতের সংখ্যা পাঁচ হাজার ৮০০ এর বেশি বলে দাবি করছে আসাদ সরকার ও জাতিসংঘ।