তুরস্কে মদ্যপানে ৪৪ জনের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/13/turkey-222.jpg)
তুরস্কে মদ্যপানের পর বিষক্রিয়ায় কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন প্রান্তে মদ্যপানে এই মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি।
টিআরটি জানায়, অবৈধ উপায়ে বাসায় তৈরি মদ্যপানে প্রথম মৃত্যু ঘটে দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে। মদ্যপানের পর বিষক্রিয়ায় গত শুক্রবার এই অঞ্চলে মারা যান ১৮ জন। আরো সাতটি প্রদেশের বিভিন্ন এলাকায় বাকিদের মৃত্যু হয়।
তুরস্কের ইসলামপন্থী ক্ষমতাসীন একে পার্টি দেশটিতে মদের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে। এতে ব্যাপক জনপ্রিয় মৌরির স্বাদযুক্ত পানীয় রাকির ওপর গত এক দশকে ৪৪৩ শতাংশ ও বিয়ারে ৩৬৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে। ৭০ ঘন-সেন্টিমিটারের একটি রাকির বোতলের দাম প্রায় ২২ মার্কিন ডলার; এর ওপর শুল্ক আরোপ করা হয়েছে প্রকৃত মূল্যের চেয়ে ২৩৪ শতাংশ বেশি। এর ফলে লোকজন বাসায় অবৈধ উপায়ে তৈরি মদের দিকে ঝুঁকছে।
দেশটির পুলিশ বলেছে, অবৈধ উপায়ে মদ তৈরি এবং বিক্রির দায়ে গত চার দিনে পুলিশ অন্তত ৫৮ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।