তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃত্যু
সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি। এর মধ্যে তুরস্কে সব থেকে বেশি হতাহত হয়েছে। খবর আল-জাজিরার।
মঙ্গলবার সকালে এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা তিন হাজার ৭০০ ছাড়িয়েছে।
তুর্কি কর্তৃপক্ষ এই ভূমিকম্পে দেশটিতে দুই ৩১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সিরিয়ায় আরও এক হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
সোমবার ভোরে সাত দশমিক ৮ মাত্রার কম্পনে বড় বড় ভবন ধসে পড়ে। সে সময় ওই ভবনগুলোতে মানুষ ঘুমিয়েছিল। এর কয়েক ঘণ্টা পর সাত দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মৃতের এই সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে। এবং তা বর্তমান সংখ্যার আটগুণে পৌঁছাতে পারে।