থার্টিফার্স্ট নাইটে গাঁজা সেবনের অনুমতি মিলেছে!
দরজায় কড়া নাড়ছে ইংরেজি নববর্ষ ২০২০। থার্টিফার্স্ট নাইট উদযাপনের উদ্দেশে বিভিন্ন দেশ অনেক পরিকল্পনা নিয়েছে এরই মধ্যেই। বছরের প্রথম দিনটিতে আনন্দ করার রীতি অনেক দেশের সংস্কৃতির অংশ। তাই বলে মাদক সেবন করে বছরের প্রথম দিন শুরু করার কথা কেউ ভাবতে পারে।
শুধু ভাবনাই নয়, এমন আজব পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্য। বছরের প্রথম দিনে গাঁজাকে বৈধতা দিয়েছে রাজ্যটির কর্তৃপক্ষ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আসছে ২০২০ সালের প্রথম দিনে ২১ বছর কিংবা তার ঊর্ধ্ব বয়সী ব্যক্তিরা নির্ধারিত মাত্রায় গাঁজা কিনতে পারবেন।
এদিন লাইসেন্সপ্রাপ্ত দোকানে গাঁজা বিক্রি করা হবে। ওসব দোকান থেকে একজন প্রাপ্তবয়স্ক সর্বোচ্চ ৩০ গ্রাম ফুল আকারের গাঁজা অথবা পাঁচ গ্রাম প্রক্রিয়াজাত করা গাঁজা কিনতে পারবেন।
গাঁজা বিক্রিতে লাইসেন্স নেই এমন দোকানে পণ্যটি পাওয়া গেলে আর ২১ বছরের নিচে কাউকে এটি কিনতে দেখলে তাকে আইনের আওতায় নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।