দুইজনের করোনা পজিটিভ, দেশজুড়ে লকডাউন
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গার রাজধানী নুকু’য়ালোফায় দুইজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর লকডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
সাম্প্রতিক অগ্ন্যুৎপাত ও সুনামির পর দেশটির যে বন্দর দিয়ে মানবিক ত্রাণ সাহায্য ঢুকছে, সেই বন্দরেই ওই দুই কোভিড রোগী মিলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সিয়াওসি সোভালেনি।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটি এতদিন ভাইরাসমুক্তই ছিল; মহামারি শুরুর পর গত বছরের অক্টোবরে প্রথম দেশটিতে একজনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
এরপর মঙ্গলবারই সোভালেনি নতুন দুই কোভিড রোগী শনাক্তের কথা জানালেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ভাইরাসের প্রবেশ ঠেকাতে টোঙ্গা এখন পর্যন্ত সাহায্য দিতে আসা অন্য দেশের কর্মীদের সংস্পর্শ এড়িয়েই সব ত্রাণসমগ্রী গ্রহণের নীতিমালা অনুসরণ করছে।
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সোভালেনি বলেন, টোঙ্গা বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে লকডাউনে যাচ্ছে। ৪৮ ঘণ্টা পরপর পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হবে।
‘এক দ্বীপ থেকে অন্য দ্বীপে কোনো নৌকা যাবে না। অভ্যন্তরীণ পর্যায়ে কোনো বিমানও চলবে না,’ বলেছেন তিনি।
মহামারি শুরুর পর এখন পর্যন্ত বিশ্বের যে কয়েকটি দেশ কোভিডের ছোবল থেকে তুলনামূলক অক্ষত আছে, টোঙ্গা তার একটি। জানুয়ারিতে অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট সুনামির ধ্বংসযজ্ঞের পর দেশটি অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের মতো দেশগুলোর ওপর খাওয়ার পানি এবং আশ্রয় ও উদ্ধার তৎপরতা চালানোর উপকরণের জন্য নির্ভরশীল হয়ে পড়ে।

এনটিভি অনলাইন ডেস্ক