দ্রুত ভ্যাকসিন আসায় বাইডেনের মুখে ট্রাম্পের প্রশংসা
যুক্তরাষ্ট্রে দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন আসায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ‘দ্য লেইট শো’ অনুষ্ঠানে ট্রাম্পের উদ্দেশে বাইডেন বলেন, ‘আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন আনতে তিনি যা করেছেন, তা ইতিবাচক।’
যুক্তরাষ্ট্রে ফাইজার এবং বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন অনুমোদন পাওয়ার এক সপ্তাহেরও কম সময়ে এমন মন্তব্য করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।
ফাইজার-বায়োএনটেকের পর এবার মডার্নার তৈরি নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের জরুরি অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের একটি বিশেষজ্ঞ দল।
মার্কিন বিশেষজ্ঞ দলের পরামর্শ মেনে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা-এফডিএ মডার্নার ভ্যাকসিনকে শিগগিরই অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। আর তা হলে, আগামী সপ্তাহে দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার টিকার জরুরি প্রয়োগ শুরু করবে যুক্তরাষ্ট্র।
এফডিএর উপদেষ্টা প্যানেল গতকাল বৃহস্পতিবার ২০-০ ভোটে মডার্নার ভ্যাকসিনের জরুরি প্রয়োগের পক্ষে রায় দেয়। প্যানেলের একজন সদস্য ভোটদানে বিরত থাকেন। উপদেষ্টা প্যানেল মনে করছে, ১৮ থেকে তদূর্ধ্ব বয়সীদের মডার্নার ভ্যাকসিন প্রয়োগে ঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়ার চেয়ে উপকারিতা অনেক বেশি। এই একই উপদেষ্টা কমিটি গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা প্রয়োগের সুপারিশ করেছিল। যার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে ফাইজারের করোনা টিকার জরুরি প্রয়োগ শুরু হয়েছে। একইভাবে মডার্নার টিকাও যুক্তরাষ্ট্রে অনুমোদনের পথে রয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে মডার্নার ভ্যাকসিন নিরাপদ ও ৯৪ শতাংশ কার্যকর বলে রায় দিয়েছিল যুক্তরাষ্ট্র।

এনটিভি অনলাইন ডেস্ক