নকবা দিবসে বিক্ষুব্ধ ফিলিস্তিন
ফিলিস্তিনের মাটিতে ১৯৪৮ সালের ১৫ মে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের গোড়াপত্তন হয়। নিজেদের পতনের আরম্ভ বা বিপর্যয়ের দিন হিসেবে ‘নকবা দিবস’ নামে প্রতি বছর দিনটি স্মরণ করে থাকে ফিলিস্তিনিরা। আরবি শব্দ নকবা অর্থ বিপর্যয়।
নকবা দিবসের ৭৪তম দিনে এ বছরও ফিলিস্তিনিদের ঘরহারা হওয়ার অভিজ্ঞতার ব্যত্যয় ঘটেনি।
এবারের দিবসটি এমন সময় এসেছে, যখন ফিলিস্তিনিরা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার ঘটনায় ক্ষুব্ধ। কয়েকদিন আগে পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় ইসরায়েলি সেনার গুলিতে সাংবাদিক শিরিন নিহত হন।
আলজাজিরা জানায়, এরই মধ্যে ফিলিস্তিনের ৭৮ শতাংশের বেশি ভূমি দখল করে নিয়েছে ইসরায়েল। ৫৩০টিরও বেশি গ্রাম ও শহর ধ্বংস করেছে এবং প্রায় ১৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।