নতুন অঞ্চল রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যেতে পারে : রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি
ইউক্রেনের সঙ্গে যুক্ত রাশিয়ার অঞ্চলগুলোকে রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যেতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ। বৃহস্পতিবার তিনি মস্কোর অস্ত্রাগারের যেকোনও অস্ত্র নতুন অঞ্চল রক্ষায় ব্যবহার করার কথা বলেন। খবর রয়টার্সের।
মেদভেদেভ এক সময় রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় ভূখণ্ডের বিশাল অংশে রাশিয়া প্রতিষ্ঠিত। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা পরিকল্পিত গণভোট অনুষ্ঠিত হতে চলেছে। তারপরও ‘কোনভাবেই পিছু হটা যাবে না।’
মেদভেদেভ আরও বলেছেন, ‘পশ্চিমা সংস্থা এবং সাধারণভাবে ন্যাটো দেশগুলোর সমস্ত নাগরিকদের বুঝতে হবে যে, রাশিয়া তাদের নিজস্ব পথ বেছে নিয়েছে।’