নর্দমায় পাওয়া গেল গ্রিক দেবতা হার্মিসের মূর্তি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/16/1_0.jpg)
গ্রিক দেবতা হার্মিসের প্রাচীন আবক্ষ মূর্তি। ছবি : সংগৃহীত
গ্রিসের সেন্ট্রাল অ্যাথেন্সে একটি নর্দমার সংস্কার কাজের সময় গ্রিক দেবতা হার্মিসের একটি প্রাচীন আবক্ষ মূর্তি পাওয়া গেছে। গত রোববার মূর্তিটি আবিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল অ্যাথেন্সে কর্তৃপক্ষ।
এদিকে গ্রিসের সংস্কৃতি মন্ত্রণালয় বলছে, হার্মিসের মূর্তির মাথাটি দেখে মনে হচ্ছে এটি ৩০০ খ্রিষ্টপূর্বাব্দের। অক্ষত অবস্থায় এটি পাওয়া গেছে, খবর ইউএনবির।
মন্ত্রণালয় জানায়, মূর্তিতে হার্মিসের ‘পরিণত বয়স’ ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে তার বেশিরভাগ মূর্তিতে রয়েছে তরুণ বয়সের চিত্র।
খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের দ্বিতীয় ভাগে দ্যুতি ছড়ানো খ্যাতিমান গ্রিক ভাস্কর আলকামিনেসের কাজের শৈলীর ছাপ রয়েছে আবক্ষ মূর্তিটিতে।
মন্ত্রণালয় আরো জানায়, স্ট্রিট মার্কার হিসেবে কাজ করার পর একপর্যায়ে মাথাটি নর্দমার একটি দেয়ালে তৈরি করা হয়েছিল।