নাইজেরিয়ার ৭২টি শিল্পকর্ম ফেরত পাঠাচ্ছে লন্ডনের জাদুঘর
উনবিংশ শতাব্দীতে লুট করে যুক্তরাজ্যে নেওয়া ৭২টি শিল্পকর্ম নাইজেরিয়াকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে লন্ডনের একটি জাদুঘর। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ‘মিউজিয়াম অব দি ইয়ার’ (২০২২) খেতাব পাওয়া দক্ষিণ-পূর্ব লন্ডনের হর্নিম্যান জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, নাইজেরিয়ার সরকারকে ৭২টি শিল্পকর্মের স্বত্ত্ব বুঝিয়ে দেওয়া হবে।
শিল্পকর্মগুলোর মধ্যে বেনিন ব্রোঞ্জেস নামে পরিচিত ১২টি নামফলক ও রাজপ্রাসাদের একটি চাবি রয়েছে। এ বছরের জানুয়ারিতে নাইজেরিয়ার ন্যাশনাল কমিশন ফর মিউজিয়ামস অ্যান্ড মনুমেন্টস (এনসিএমএম) শিল্পকর্মগুলো ফেরত চেয়ে চিঠি দেয়।
পরে লন্ডনের হার্নিম্যান জাদুঘর কর্তৃপক্ষ স্থানীয় লোকজন, দর্শনার্থী, স্কুলশিক্ষার্থী, গবেষক, প্রত্নতত্ত্ব পেশাজীবী এবং যুক্তরাজ্য ও নাইজেরিয়ার শিল্পীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়।
হার্নিম্যান জাদুঘরের প্রধান কর্মকর্তা ফেরত দেওয়ার সিদ্ধান্তকে ‘সঠিক এবং নৈতিক’ হিসেবে উল্লেখ করেন। এর আগে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াকে এক হাজার ১০০ শিল্পকর্ম ফেরত দেয় জার্মানি।

এনটিভি অনলাইন ডেস্ক