ছয় আন্তর্জাতিক এয়ারলাইন্সকে নিষিদ্ধ করল ভেনেজুয়েলা
ফ্লাইট চালু না করায় ছয়টি আন্তর্জাতিক বিমান সংস্থাকে (এয়ারলাইন্স) নিষিদ্ধ করেছে ভেনেজুয়েলার সরকার। এয়ারলাইন্সগুলো যুক্তরাষ্ট্রের সতর্কতার পর ভেনেজুয়েলার রুটে তাদের ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছিল। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভেনেজুয়েলার বেসামরিক বিমান চলাচল সংস্থা এই নিষিদ্ধের ঘোষণা দেয়। খবর বার্তা সংস্থা এএফপির।
নিষিদ্ধ হওয়া এয়ারলাইন্সগুলোর মধ্যে রয়েছে- স্পেনের আইবেরিয়া, পর্তুগালের টিএপি, কলম্বিয়ার আভিয়াঙ্কা, চিলি ও ব্রাজিলের ল্যাটাম, ব্রাজিলের জিওএল এবং তুর্কি এয়ারলাইন্স।
ভেনেজুয়েলার বেসামরিক বিমান চলাচল সংস্থা ইনস্টাগ্রামে জানিয়েছে, এই সংস্থাগুলোর পরিচালন অনুমতি বাতিল করা হবে। তাদের অভিযোগ, এই এয়ারলাইন্সগুলো যুক্তরাষ্ট্র সরকারের ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রচারিত পদক্ষেপে যোগ দিয়েছে। একই সঙ্গে একতরফাভাবে বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত করেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ায়, যাকে মাদকবিরোধী অভিযান হিসেবে দাবি করছে তারা। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মনে করেন, তার সরকারকে ক্ষমতাচ্যুত করাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য।
এর আগে ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলার আকাশসীমায় বেসামরিক বিমানগুলোকে ‘সাবধানতা অবলম্বন’ করতে বলেছিল। ফলে সংস্থাগুলো ভেনেজুয়েলায় ফ্লাইট বন্ধ রাখে। তবে দেশটির পরিবহণ মন্ত্রণালয় এই ছয় সংস্থাকে ফ্লাইট পুনরায় শুরু করার জন্য ৪৮ ঘণ্টা সময় দেয়। বুধবার দুপুরে সেই সময়সীমা শেষ হওয়ার পরও তারা ফ্লাইট বন্ধ রাখে।

এনটিভি অনলাইন ডেস্ক