নোবেল শান্তি পুরস্কারের তিনটি মানদণ্ডই পূরণ করেছেন মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে এই বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, মাচাদো আলফ্রেড নোবেলের উইলে শান্তি পুরস্কার নির্বাচনের জন্য উল্লিখিত তিনটি মানদণ্ডই পূরণ করেছেন। তাকে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অক্লান্ত সংগ্রাম এবং শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হলো। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় এ পুরস্কার ঘোষণা করা হয়।
নোবেল কমিটি পুরস্কার ঘোষণায় বিশেষভাবে মাচাদোর সাহসিকতা ও অধ্যবসায়ের প্রশংসা করেছে। কমিটি বলছে, তারা সবসময়ই সেইসব সাহসী নারী-পুরুষদের সম্মান জানায় যারা নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কারাগারের প্রকোষ্ঠে, রাস্তায় ও জনসমাগমের স্থানে স্বাধীনতার আশা বহন করেছেন এবং যারা তাদের কাজের মাধ্যমে দেখিয়েছেন যে শান্তিপূর্ণ প্রতিরোধ বিশ্বকে পরিবর্তন করতে পারে।
কমিটি নিশ্চিত করেছে, মাচাদো আলফ্রেড নোবেলের উইলে উল্লিখিত সকল মানদণ্ডই পূরণ করেছেন। তার কাজগুলোর মধ্যে রয়েছে- দেশের বিরোধী দলগুলোকে একত্রিত করা, ভেনেজুয়েলার সমাজের সামরিকীকরণের বিরুদ্ধে প্রতিরোধে তিনি কখনো দ্বিধা করেননি এবং গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণের জন্য তিনি অবিচল সমর্থন দিয়েছেন।

কমিটি আরও জানিয়েছে, গত বছর প্রাণনাশের গুরুতর হুমকি থাকায় মাচাদোকে আত্মগোপনে থাকতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তিনি দেশেই থেকে গেছেন, তার এই সিদ্ধান্ত লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। নোবেল কমিটির এই স্বীকৃতি গণতন্ত্র এবং স্বাধীনতার সাহসী রক্ষক হিসেবে মাচাদোর ভূমিকাকে আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত করল।