ট্রাম্পের সঙ্গে ‘মুখোমুখি’ আলোচনায় প্রস্তুত মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তিনি তার মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘মুখোমুখি’ কথা বলতে প্রস্তুত। মাদুরোর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ট্রাম্প কয়েক ঘণ্টা আগেই ক্যারিবীয় অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে দুই নেতার মধ্যে সম্ভাব্য আলোচনার কথা বলেছিলেন।
মাদুরোর পুনর্নির্বাচনকে গত বছর ওয়াশিংটন জালিয়াতি বলে প্রত্যাখ্যান করেছিল। সেই প্রসঙ্গে তিনি তার সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘এই দেশটি শান্তিতে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে কেউ ভেনেজুয়েলার সঙ্গে কথা বলতে চান, তারা কোনো সমস্যা ছাড়াই মুখোমুখি আলোচনা করতে পারবেন।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৭ নভেম্বর) বলেছেন, তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে কথা বলবেন। তবে এই মন্তব্যের মধ্যেই ওয়াশিংটন ওই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়িয়ে চলেছে। ট্রাম্প আরও বলেন, মেক্সিকোর অভ্যন্তরে মার্কিন মাদকবিরোধী অভিযানের সঙ্গে তিনি ‘ঠিক আছেন’।
আরও পড়ুন: জাতিসংঘের সমর্থন পেল গাজা নিয়ে ট্রাম্পের ২০-দফা পরিকল্পনা
ট্রাম্প ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন বাহিনীর সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি করেছেন, যার লক্ষ্য ভেনেজুয়েলা ও মেক্সিকোসহ বেশ কয়েকটি ল্যাটিন আমেরিকার দেশে অবস্থিত মাদক পাচারকারীদের মোকাবিলা করা।
ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, মাদুরোর সঙ্গে কথা বলবেন কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি তার সঙ্গে কথা বলব।' তবে তিনি বেলন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করেননি।'
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে সৌদি আরব
ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি তিনি উড়িয়ে দেবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘না, আমি তা উড়িয়ে দিচ্ছি না, আমি কোনো কিছু উড়িয়ে দিচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘আমাদের কেবল ভেনেজুয়েলার যত্ন নিতে হবে। তারা লাখ লাখ মানুষকে কারাগার থেকে আমাদের দেশে ফেলে দিয়েছে।’
এর কয়েক ঘণ্টা পরে মাদুরো তার সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ‘‘যারা ভেনেজুয়েলার সঙ্গে কথা বলতে চায় তাদের সঙ্গে ‘মুখোমুখি’ কথা বলতে প্রস্তুত।’’
মার্কিন মেরিনদের একটি দল বর্তমানে ত্রিনিদাদ ও টোবাগোতে সামরিক মহড়া পরিচালনা করছে। ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জে এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো মহড়া।
তবে ত্রিনিদাদ ও টোবাগোর নেতা প্রধানমন্ত্রী কমলা পারসাদ বিসেসার বলেছেন, তার দেশ ভেনেজুয়েলায় আক্রমণ করার জন্য তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তিনি এএফপিকে একটি হোয়াটসঅ্যাপ বার্তায় বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কখনও ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে কোনো আক্রমণ চালানোর জন্য আমাদের ভূখণ্ড ব্যবহার করার অনুরোধ করেনি।’ তিনি আরও যোগ করেন, ওয়াশিংটন এবং কারাকাসের উচিত আলোচনার মাধ্যমে তাদের মতপার্থক্য নিরসন করা।
ভেনেজুয়েলা ওয়াশিংটনের বিরুদ্ধে কারাকাসে সামরিক বাহিনী গঠনের অভিযোগ করেছে। ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ মাদক কার্টেলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে, যা তিনি অস্বীকার করেছেন।
আরও পড়ুন: এক মাসে ৮ কোটি ২০ লাখ ডলারের বন্ড কিনলেন ট্রাম্প
এএফপি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাস থেকে আন্তর্জাতিক জলসীমায় মাদক পরিবহণের অভিযোগে নৌকাগুলোতে বিমান হামলা চালিয়ে মার্কিন বাহিনী কমপক্ষে ৮৩ জনকে হত্যা করেছে। ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০টিরও বেশি হামলায় লক্ষ্যবস্তু হওয়া মানুষরা পাচারকারী ছিল বলে দাবি করা হলেও, মার্কিন যুক্তরাষ্ট্র এই দাবির পক্ষে কোনো বিস্তারিত প্রমাণ বা বিবরণ প্রকাশ করেনি।

এনটিভি অনলাইন ডেস্ক