যে কারণে কানাডায় বৈধতা হারানোর ঝুঁকিতে ১০ লাখের বেশি ভারতীয়
কানাডায় বিপুলসংখ্যক অভিবাসী অবৈধ অবস্থায় চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই ভারতীয় নাগরিক। কাজের অনুমতিপত্রের (ওয়ার্ক পারমিট) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ আশঙ্কা তৈরি হয়েছে।
মিসিসাগাভিত্তিক অভিবাসন পরামর্শক কানওয়ার সেহরাহ ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) থেকে পাওয়া তথ্য উদ্ধৃত করে জানান, ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় ১০ লাখ ৫৩ হাজার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। আর ২০২৬ সালে মেয়াদ শেষ হতে যাচ্ছে আরও প্রায় ৯ লাখ ২৭ হাজার পারমিট। খবর হিন্দুস্তান টাইমস।
ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলে নতুন ভিসা বা স্থায়ী বাসিন্দা (পিআর) না হলে সংশ্লিষ্ট ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে বৈধ মর্যাদা হারান। কিন্তু সাম্প্রতিক সময়ে কানাডা সরকার অস্থায়ী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিবাসন নীতি কঠোর করেছে। ফলে ভিসা নবায়ন বা পিআর পাওয়ার সুযোগ অনেক কমে গেছে।
কানওয়ার সেহরাহ বলেন, ২০২৬ সালের প্রথম তিন মাসেই প্রায় ৩ লাখ ১৫ হাজার পারমিটের মেয়াদ শেষ হবে। এতে কানাডার অভিবাসন ব্যবস্থায় ভয়াবহ ‘বাধা’ তৈরি হবে। তুলনামূলকভাবে ২০২৫ সালের শেষ প্রান্তিকে এই সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৯১ হাজার।
তার ধারণা, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ কানাডায় কমপক্ষে ২০ লাখ মানুষ বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করতে পারে, যার প্রায় অর্ধেকই ভারতীয়। তিনি একে ‘খুবই রক্ষণশীল হিসাব’ বলে উল্লেখ করেন এবং জানান, অনেক স্টাডি পারমিটের মেয়াদ শেষ হবে ও বহু আশ্রয় আবেদন বাতিল হতে পারে।
ইতোমধ্যে এর প্রভাব দেখা যাচ্ছে গ্রেটার টরন্টো এলাকার ব্র্যাম্পটন ও ক্যালেডনে। সেখানে বনাঞ্চলে অস্থায়ী তাবু গড়ে উঠেছে, যেখানে অবৈধ অবস্থায় থাকা মানুষজন বসবাস করছে।
ব্র্যাম্পটনভিত্তিক সাংবাদিক নিতিন চোপড়া জানান, মুখে-মুখে শোনা যাচ্ছে—অনেক ভারতীয় অবৈধ অভিবাসী নগদ টাকায় কাজ করছেন এবং কিছু অসাধু চক্র ‘বিয়ের দালালি অফিস’ খুলে সুবিধাজনক বিয়ের মাধ্যমে বৈধতা পাওয়ার চেষ্টা করছে।
নওজওয়ান সাপোর্ট নেটওয়ার্কের মতো সংগঠনগুলো এই সংকট মোকাবিলায় জানুয়ারিতে বিক্ষোভের পরিকল্পনা করছে। সংগঠনটির কর্মী অধিকারকর্মী বিক্রমজিৎ সিং বলেন, তারা অভিবাসী শ্রমিকদের এই দুর্দশা তুলে ধরতে ‘গতি তৈরি’ করতে চান।
সংগঠনের স্লোগান—‘কাজ করার যোগ্য হলে, থাকারও যোগ্য’—এর মাধ্যমে তারা অস্থায়ী কর্মী ও শিক্ষার্থীদের কানাডায় বৈধভাবে থাকার সুযোগ দেওয়ার জন্য সংস্কারের দাবি জানাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক