এবার ইরানকে ‘কঠোর আঘাতের’ হুঁশিয়ারি ট্রাম্পের
ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, ইরানে জীবনযাত্রার মানে অবনতির প্রতিবাদে করা বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আর কোনো বিক্ষোভকারী নিহত হলে দেশটিতে ‘খুব কঠোর’ আঘাত হানা হবে।
স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) রাতে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। যদি তারা অতীতের মতো মানুষ হত্যা শুরু করে, তাহলে আমার মনে হয়–তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে খুব শক্তিশালী আঘাত পাবে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সকালে এক প্রতিক্রিয়ায় বলেছে, ‘ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কট্টরপন্থি মার্কিন কর্মকর্তাদের বক্তব্য সন্ত্রাসবাদ ও সহিংসতাকে উসকানি দিচ্ছে।’
ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘ইহুদিবাদী শক্তি আমাদের জাতীয় ঐক্যে আঘাত করার যেকোনো সুযোগের অপেক্ষায় রয়েছে।’
গত শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভেকারীদের গুলিবর্ষণ ও হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে।

এনটিভি অনলাইন ডেস্ক