মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে ‘তুলে নেওয়ার’ হুমকি!
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মার্কিন বাহিনীর হাতে বন্দির ঘটনাকে উদাহরণ টেনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে অপহরণের ‘হুমকি’ দিয়েছেন রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ। খবর বার্তা সংস্থা আনাদুলুর।
মেদভেদেদের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিল বলেন, এই ধরনের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বার্লিন।
গত রোববার (৪ জানুয়ারি) রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এক সাক্ষাৎকারে বলেন, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের মতো পশ্চিমা বিশ্বের অন্য নেতাদের ক্ষেত্রেও একই ধরনের অপারেশন চালানো সম্ভব।
তিনি সরাসরি জার্মান চ্যান্সেলরের নাম উল্লেখ করে বলেন, ফ্রিডরিখ মের্জকে অপহরণ করলে এটি হবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে একটি ‘মজার ঘ্টনা’। মেদভেদেভ দাবি করেন, চ্যান্সেলর মার্জের বিরুদ্ধে বিচার করার মতো যথেষ্ট অভিযোগ রয়েছে। তাকে সরিয়ে দিলে জার্মানির নাগরিকরা বরং শান্তিতে থাকবে।
জার্মান সরকার মেদভেদেভের এই বক্তব্যকে পাগলামি ও অগ্রহণযোগ্য হুমকি হিসেবে গণ্য করছে। মুখপাত্র সেবাস্টিয়ান হিল স্পষ্টভাবে বলেন, চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বর্তমানে সম্পূর্ণ নিরাপদ। তার চারপাশে বিশ্বের অন্যতম সেরা নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এমন অপহরণের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হলেও চ্যান্সেলরের বর্তমান নিরাপত্তা নিয়ে জার্মান সরকার কোনো উদ্বেগ প্রকাশ করেনি। তারা মনে করছে, বর্তমান নিরাপত্তা ব্যবস্থাই যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট।
উল্লেখ্য, গত শনিবার মার্কিন সামরিক বাহিনী কারাকাসে অতর্কিত অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই দিমিত্রি মেদভেদেভ পশ্চিমা নেতাদের লক্ষ্য করে একের পর এক বিতর্কিত মন্তব্য করে আসছেন।

এনটিভি অনলাইন ডেস্ক