জার্মানিতে বার্ড ফ্লু : নিধন করা হলো ৫ লাখেরও বেশি হাঁস-মুরগি
জার্মানিতে বার্ড ফ্লুর প্রকোপ দ্রুত বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার (২৭ অক্টোবর) পর্যন্ত পাঁচ লাখের বেশি খামারের পাখি নিধন করা হয়েছে।
জার্মানির জাতীয় প্রাণী রোগ গবেষণা কেন্দ্র ফ্রেডরিখ লোফলার ইনস্টিটিউট (এফএলআই) জানিয়েছে সেপ্টেম্বর মাস থেকে দেশটির খামারগুলোতে ৩১টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে এবং রোগটি দ্রুত ছড়াচ্ছে। খবর এএফপির।
এফএলআই-এর একজন মুখপাত্র বলেছেন, পরিস্থিতি এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে এই পরিসংখ্যানগুলো শুধুমাত্র একটি তাৎক্ষণিক চিত্র এবং এটি মোট সংখ্যার চেয়েও সংক্রমণের মাত্রাকে আরও বেশি করে তুলে ধরছে।
তবে কত সংখ্যক বুনো পাখি মারা গেছে, সেই সঠিক সংখ্যাটি জানা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে শুধু পূর্বের রাজ্য ব্র্যান্ডেনবার্গেই দেড় হাজারের বেশি বুনো সারস এই রোগে মারা গেছে।
সোমবার ব্র্যান্ডেনবার্গ শহরের নিউট্রেব্বিনের একটি পোল্ট্রি খামারে এএফপি-এর একজন প্রতিবেদক দেখতে পান, নিধন করা হাজার হাজার মুরগিকে একটি ট্রেলারে ঢালা হচ্ছে, পাশাপাশি কন্টেইনার থেকে মৃত হাঁস সরানো হচ্ছে।
এ পর্যন্ত লোয়ার স্যাক্সনি রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আটটি সংক্রমণের খবর পাওয়া গেছে। এরপর রয়েছে ব্র্যান্ডেনবার্গ এবং মেকলেনবার্গ-ওয়েস্টার্ন পোমেরানিয়া, এখানকার প্রতিটি রাজ্যে ছয়টি করে সংক্রমণের খবর এসেছে।
যদিও বার্ড ফ্লু মানুষের জন্য খুব কমই ঝুঁকি সৃষ্টি করে, তবে এটি কৃষি শিল্পে বড় ধরনের ক্ষতি করতে পারে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট তৈরি করতে পারে।
বাভারিয়ান পোল্ট্রি অ্যাসোসিয়েশনের প্রধান রবার্ট স্ম্যাক স্থানীয় রেডিওকে সোমবার জানিয়েছেন, বর্তমান প্রবণতা চলতে থাকলে ডিমের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
সংক্রমণ নিয়ন্ত্রণে পাখিদের ঘরে রাখার জন্য ফেডারেল সরকারকে নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়ে জার্মান পোল্ট্রি অ্যাসোসিয়েশনের প্রধান হ্যান্স-পিটার গোল্ডনিক পরিস্থিতিকে গুরুতর বলে অভিহিত করেছেন।
গোল্ডনিক সম্প্রচারমাধ্যম জেডডিএফকে বলেন, ‘সারা জার্মানি জুড়েই এবং সব ধরনের পাখির মধ্যেই তুলনামূলকভাবে অনেক বেশি সংখ্যক সংক্রমণ দেখা যাচ্ছে।’

এনটিভি অনলাইন ডেস্ক