ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের শপথগ্রহণ
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন দেলসি রদ্রিগেজ। দেশটির জাতীয় সংসদে নাটকীয় পরিবেশে শপথগ্রহণ করেন ৫৬ বছর বয়সী এই নেতা।
স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অনুষ্ঠিত এই সংসদীয় অধিবেশনে রদ্রিগেজকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। খবর বিবিসির।
রদ্রিগেজ ২০১৮ সাল থেকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি এমন এক সময়ে শপথ নিলেন, যখন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন সামরিক বাহিনীর হাতে আটক হয়ে নিউইয়র্কের কারাগারে বন্দি রয়েছেন।
শপথ গ্রহণ শেষে ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে মাদুরো ও তাঁর স্ত্রীর আটকের ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে অভিহিত করেন রদ্রিগেজ। তিনি অত্যন্ত ব্যথিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছেন জানিয়ে বলেন, ভেনেজুয়েলা বর্তমানে একটি অবৈধ সামরিক আগ্রাসনের শিকার। তবে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শপথ অনুষ্ঠানে ভেনেজুয়েলার প্রভাবশালী নেতারা ও মাদুরোর ছেলে উপস্থিত ছিলেন। মাদুরোর ছেলে বাবার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে জানান, তাদের পরিবার এই কঠিন সময় কাটিয়ে আবারও ফিরে আসবে। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের প্রতি তার নিঃশর্ত সমর্থন ব্যক্ত করেন।
রদ্রিগেজ তার ভাষণে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নয়নমূলক সহযোগিতার এজেন্ডায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, দেশের অর্থনৈতিক ও সামাজিক স্বস্তি ফিরিয়ে আনাই হবে সরকারের প্রধান লক্ষ্য। এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে পার্লামেন্ট ভবনের বাইরে হাজার হাজার ভেনেজুয়েলান নাগরিক সমবেত হন। তারা মাদুরোর মুক্তি ও রদ্রিগেজের নতুন সরকারের প্রতি সমর্থন জানান।

এনটিভি অনলাইন ডেস্ক