হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের খুব কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ন্যাশনাল গার্ড সদস্যদের টহলের সময় হামলার ঘটনা ঘটে। গুলিতে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। গুলির শব্দ শুনেই কাছে থাকা অন্য ন্যাশনাল গার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারীকে গুলিবিদ্ধ অবস্থায় ধরে ফেলে। অভিযুক্ত ২৯ বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়ালকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এই হামলার ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন। তিনি বলেন, অভিযুক্ত বন্দুকধারী একজন আফগান নাগরিক। তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এই ‘সন্ত্রাসী কাজের’ কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে।
হামলার জেরে হোয়াইট হাউস সংক্ষিপ্ত সময়ের জন্য লকডাউনে চলে যায়। শহরের প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল সীমিত সময়ের জন্য বন্ধ রাখা হয়। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলার পর ওয়াশিংটন ডিসিতে আরও ৫০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক