নাগরিকদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবে জাপান
নাগরিকদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদানের জন্য পার্লামেন্টে একটি বিল পাস করেছে জাপান সরকার। এর ফলে বিনামূল্যে ভ্যাকসিন পাবে দেশটির জনগণ। আজ বুধবার জাপানের পার্লামেন্টে বিলটি পাস হয়।
২০২১ সালের মধ্যে জাপানের সব নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে এরই মধ্যে মার্কিন ফার্মাসিউটিকাল কোম্পানি ফাইজার ইন, মডার্না এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দেশটি। চুক্তি মতে, এসব কম্পানির টিকা পুরোপুরি কার্যকর প্রমাণের সঙ্গে সঙ্গে জাপানকে সরবরাহ করবে।
জাপানে অবস্থানরত বিদেশি নাগরিকরা এ সুবিধা পাবে কি না, তা এ বিলে স্পষ্ট করা হয়নি। খবর জাপান টাইমসের।
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাটসুনবু কাটো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা স্থানীয় প্রসাশন ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে একটি পদ্ধতি আবিষ্কার করেছি। এর মাধ্যমে সুষ্ঠুভাবে টিকা বণ্টন সম্ভব হবে।’
গতকাল মঙ্গলবার জাপানে রেকর্ড সংখ্যক ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশটিতে বুধবার আক্রান্ত হয়েছেন ৫০০ জন।

এনটিভি অনলাইন ডেস্ক