নিজের পাতা ফাঁদে গুলিবিদ্ধ হয়ে মার্কিন বৃদ্ধের মৃত্যু
বাড়ির নিরাপত্তার কথা ভেবে নিজের পাতা বিশেষ ফাঁদে মৃত্যু হলো খোদ বাড়ির মালিকেরই। মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ৬৫ বছর বয়সী রোনাল্ড কাইর গত বৃহস্পতিবার জরুরি নম্বরে ফোন করে বলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তৎক্ষণাৎ পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটির মৃত্যু হয়।
পরে তদন্তে বেরিয়ে আসে, ভ্যান ব্যুরেন শহরের বাসিন্দা রোনাল্ড কাইর বাড়িতে একটি দরজা বসিয়েছিলেন। এমন ব্যবস্থা করেছিলেন, যাতে কেউ জোরপূর্বক বাড়িতে ঢুকতে চাইলে, প্রবেশকারীকে লক্ষ করে গুলি ছোড়া হবে। যুক্তরাষ্ট্রে এসব অবৈধ হলেও অনেকেই নিজস্ব নিরাপত্তার কথা ভেবে এমন ফাঁদ পাতেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কানাডার নিউ ব্রান্সউইক প্রদেশের সীমান্তবর্তী ভ্যান ব্যুরেন শহরের পুলিশ ফেসবুক পোস্টে জানায়, গত বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডেতে ৯১১ জরুরি নম্বরে ওই ব্যক্তি কল দিয়ে বলেন, ‘আমি গুলিবিদ্ধ হয়েছি।’ পরে গতকাল রোববার সকাল নাগাদ তদন্তে বের হয়ে আসে, বাড়িতে নিজের ফাঁদে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।