নিরস্ত্র ফিলিস্তিনিকে পেছন থেকে ইসরায়েলি পুলিশের গুলি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/04/israil.jpg)
যেন অনেকটা খেলার ছলেই ফিলিস্তিনের নিরস্ত্র যুবককে পেছন থেকে গুলি করে বসেন ইসরায়েলের এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনারই একটি ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা সাদা জার্সি পরা এক ফিলিস্তিনি যুবককে জেরা করার পর তাঁকে সামনে এগিয়ে যেতে বলেন। এ সময় ওই যুবকের দিকে বন্দুক তাক করে রাখা হয়। অনেকটা ভয় নিয়েই এগিয়ে যেতে থাকেন ওই যুবক। কিছুদূর এগিয়ে যেতেই পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সেনা। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়েন ওই ফিলিস্তিনি যুবক।
ঘটনাটি বেশ আগের হলেও সম্প্রতি সংবাদমাধ্যম চ্যানেল থার্টিন নিউজ ওই ভিডিওটি প্রকাশ করে।
চ্যানেল থার্টিন নিউজ জানায়, ফিলিস্তিনি ওই যুবক দখলকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করলে তিনি ইসরায়েলি বর্ডার পুলিশ কর্মকর্তাদের মুখে পড়েন। কিছুক্ষণ পর ওই যুবককে আরবিতে ‘যাও’ বলে সামনে এগিয়ে যেতে বলেন ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা। ওই যুবক হাত ওপরে তুলে সামনে এগিয়ে যেতে থাকেন। ২০ সেকেন্ডের মাথায় পেছন থেকে ওই যুবককে লক্ষ্য করে গুলি ছোড়েন পুলিশ কর্মকর্তা। আর্তনাদ করতে করতে মাটিতে পড়ে যান ওই যুবক। এরপরই ওই পুলিশ কর্মকর্তারা স্থান ত্যাগ করেন।
ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানায়, ওই সময় ‘স্পঞ্জ টিপড বুলেট’ ছোড়া হয়েছিল। সে সময় ওই যুবক গুরুতর আহত হননি। তবে এ ঘটনা জানাজানি হওয়ার পরই ওই পুলিশ কর্মকর্তাকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মাঝেমধ্যেই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ‘স্পঞ্জ টিপড বুলেট’ ব্যবহার করা হয় বলে দাবি করে ইসরায়েলি পুলিশ। তারা জানায়, একটি ঘটনার মাধ্যমে ইসরায়েলের অভিযানকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই।