পাঞ্জাবে আম আদমি পার্টির পৌর কাউন্সিলরকে গুলি করে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/08/01/punjab.jpg)
ভারতের পাঞ্জাব রাজ্যের আম আদমি পার্টির নিহত পৌর কাউন্সিলর মোহাম্মদ আকবর। ছবি : সংগৃহীত
ভারতের পাঞ্জাব রাজ্যে আম আদমি পার্টির একজন পৌর কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কাউন্সিলর মোহাম্মদ আকবরকে খুব কাছ থেকে গুলি করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার হত্যাকাণ্ডটি ঘটেছে পাঞ্জাবের মালেরকোটলা জেলার একটি ব্যায়ামাগারের ভেতরে।
মালেরকোটলার সিনিয়র পুলিশ সুপার অবনীত কৌর সিধু বলেছেন, ‘এক ব্যক্তি জিমের ভেতর এসে তাঁকে (আকবর) গুলি করে।’
পুলিশ জানিয়েছে, এ সময় একটি গুলি আকবরের গায়ে লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
পুলিশ বলছে, এখন পর্যন্ত ব্যক্তিগত শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/08/01/punjab-capture.jpg)
হত্যার সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে তৎক্ষনাৎ পালিয়ে গেছে এবং তাদের সন্ধানের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।