প্রকাশ্যে এমপিকে ছুরিকাঘাত (ভিডিওসহ)
হংকংয়ের একজন চীনপন্থি এমপি প্রকাশ্যে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভক্তের ছদ্মবেশে হংকংয়ের রাস্তায় এক যুবক জুনিয়াস হো নামের ওই এমপিকে ছুরিকাঘাত করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভক্তের ছদ্মবেশ ধারণ করে হংকংয়ের রাস্তায় এক যুবক জুনিয়াস হোয়ের সঙ্গে ছবি তোলার অনুরুধ করে। জুনিয়াস ছবি তুলতে রাজি হওয়ার পর ক্যামেরার বদলে ছুরি বের করে জুনিয়াসের বুকে বসিয়ে দেয়।
ওই মুহূর্তে ধারণ করা একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ডিডিও ফুটেজে দেখা যায়, প্রথমে লোকটি ফুল নিয়ে জুনিয়াস হোয়ের কাছে এগিয়ে আসেন। এক পর্যায়ে ওই ব্যক্তি জুনিয়াসের কাছে আবদার করেন, তিনি যেন তার সঙ্গে একটি ছবি তোলেন। এ সময় আচমকা নিজের সঙ্গে থাকা ব্যাগ থেকে ছুরি বের করে জুনিয়াসকে আঘাত করেন ওই যুবক।
এ দিন নির্বাচনি প্রচারণায় বের হয়েছিলেন জুনিয়াস হো। তবে এখন তিনি বিপদমুক্ত আছেন।
নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে জুনিয়াস হো বলেন, ‘কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। চীনপন্থি প্রার্থীদের বিপদে ফেলার চেষ্টা করছে তারা। কিন্তু আমি কিছুতেই সাহস হারাচ্ছি না।’

এনটিভি অনলাইন ডেস্ক