ফিলিপাইনে মানবাধিকার নেত্রীকে গুলি করে হত্যা

ফিলিপাইনে হত্যাকাণ্ডের শিকার হলেন এক মানবাধিকার নেত্রী। সোমবার সন্ধ্যায় এক আততায়ীর গুলিতে নিহত হন জারা আলভারেজ।
আলজাজিরা জানায়, নিহত আলভারেজ মানবাধিকার সংগঠন কারাপাতানের সাবেক শিক্ষাবিষয়ক পরিচালক ।
খাবার কিনে ঘরে ফেরার সময় হামলার শিকার হন আলভারেজ। ছয়টি গুলি করে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু নিশ্চিত করে বন্দুকধারী।
পুলিশ জানায়, মধ্য বেকলড শহরে আততায়ীর গুলিতে নিহত হন আলভারেজ। প্রত্যক্ষদর্শীরা ওই আততায়ীকে ধাওয়া করলে সহযোগীর সহায়তায় মোটরসাইকেলে চড়ে সে পালিয়ে যায়।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে প্রশাসনের অধীনে ‘ভিন্নমতের বিরুদ্ধে যুদ্ধ’ চলাকালীন এ হত্যাকাণ্ড ঘটল। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের’ জন্য ব্যাপকভাবে সমালোচিত দুতার্তে।
নেগরোস দ্বীপে কৃষকদের বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আলভারেজ। ২০১৯ সালে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় মানুষ।
২০১৬ সালে দুতার্তে ক্ষমতায় আসার পর থেকে আলভারেজকে নিয়ে সংগঠনটির ১৩ জন সদস্য হত্যাকাণ্ডের শিকার হলেন।