বাস দুর্ঘটনায় ব্রাজিলে ১৯ জনের প্রাণহানি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/26/braajil.jpg)
ব্রাজিলের পারানা রাজ্যে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। ছবি : সংগৃহীত
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে পারানা রাজ্যের উপকূলীয় গ্যারাটুবা এলাকায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরো ৩৩ জন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সোমবার (২৫ জানুয়ারি) বাসটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাটরিনা রাজ্যের বালনারিও কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টের দিকে যাচ্ছিল। কিন্তু বাসটি গ্যারাটুবা এলাকায় পৌঁছানোর পর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ভয়াবহ এ ঘটনায় বাসটির চালকও গুরুতরভাবে আহত হয়েছেন। যদিও তাঁকে দুর্ঘটনার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, বাসটি উত্তরাঞ্চলীয় রাজ্য পারার অনানিন্দুয়া শহর থেকে কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।