বিদেশি সেনা প্রত্যাহার ছাড়া আর শান্তি আলোচনা নয় : তালেবান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/14/2021-03-19t121857z_901974672_rc2cem96s1ls_rtrmadp_3_usa-afghanistan-peaceplan-russia.jpg)
যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার পিছিয়ে দেওয়ায় আফগানিস্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাওয়া কোনো সম্মেলনে আর অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে তালেবান।
আফগানিস্তানের তালেবান যোদ্ধারা গতকাল মঙ্গলবার জানিয়েছে, তাদের দেশ থেকে সব বিদেশি সেনা চলে না যাওয়া পর্যন্ত আফগানিস্তান শান্তি আলোচনায় বসবে না।
আফগানিস্তানের ভবিষ্যৎ বিষয়ে এ মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য সম্মেলনেও তারা অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে তালেবান যোদ্ধারা। খবর এএফপি ও ভয়েস অব আমেরিকার।
তালেবানের কাতারভিত্তিক দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম টুইটার বার্তায় বলেন, ‘আমাদের দেশ থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আফগানিস্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাওয়া কোনো সম্মেলনে অংশগ্রহণ করব না।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/04/14/capture.jpg 687w)
এদিকে মার্কিন কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট জো বাইডেন এ বছর ১১ সেপ্টেম্বর ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার ২০তম বার্ষিকী পালনের আগেই আফগানিস্তান থেকে সব আমেরিকান সেনা প্রত্যাহার করে নেবেন।
এসব সেনা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে তালেবানের সঙ্গে করা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চুক্তি অনুযায়ী এই প্রত্যাহার প্রায় পাঁচ মাস বিলম্ব হচ্ছে। এর ফলে তালেবানের বিজয়ের পটভূমি তৈরির আশঙ্কা থাকা সত্ত্বেও আমেরিকার দীর্ঘতম যুদ্ধের চূড়ান্তভাবে অবসান ঘটতে যাচ্ছে।