ব্রাসেলসে ছুরি হামলায় পুলিশ অফিসার নিহত
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ছুরি নিয়ে পুলিশের ওপর এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন, এর মধ্যে একজন মারা গেছেন।
আজ শুক্রবার বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, সন্ধ্যায় ব্রাসেলসের নর্থ রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে। ছুরি নিয়ে পুলিশের দিকে তেড়ে আসে হামলাকারী।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই এলাকায় টহল দিচ্ছিলেন দুই পুলিশ সদস্য।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যায়।
হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি। এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। মুখপাত্র এরিক ভ্যান ডুয়েস বলেন, ‘আমরা মামলার প্রস্তুতি নিয়েছে। এটি সন্ত্রাসী হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ রয়েছে।’
২০১৬ সালে ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হন।

এনটিভি অনলাইন ডেস্ক