মার্কিন যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/09/13/monkey-pox-thum.jpg)
মাঙ্কিপক্স পরীক্ষার প্রতীকী ছবি
মাঙ্কিপক্সে প্রথমবারের মতো মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির টেক্সাসে একজন মারা যান, যার শরীরে মাঙ্কিপক্সের উপস্থিতি ছিল। প্রদেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
টেক্সাসের স্বাস্থ্য বিভাগ বলছে, মাঙ্কিপক্সে প্রথম মৃত ব্যক্তি রোগপ্রতিরোধহীনতায় ভুগছিলেন। স্বাস্থ্য বিভাগ আরও বলছে, এ ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে যে মাঙ্কিপক্স এই মৃত্যুতে কতোটা ভূমিকা রেখেছে। তারা বলছে, এটি যদিও বেদনাদায়ক, তবে খুবই কম মারাত্মক।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/09/13/monkeypos-in.jpg)
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের মুখপাত্র স্কট পাওলি তথ্য স্বীকার করে বলেছেন, টেক্সাসের হ্যারিস কাউন্টিতে একজন প্রাপ্তবয়স্কের মৃত্যুর খবর তারা পেয়েছেন।