মাস্ক পরেছেন, কিন্তু নাক-মুখ বেরিয়ে আছে, গুনতে হবে জরিমানা
করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউন, সাধারণ ছুটির মতো নানা উদ্যোগ নেওয়া হচ্ছে দেশে দেশে। আবার জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা হিসেবে অনেক দেশে সতর্কতার সঙ্গে লকডাউন শিথিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন কড়াকড়ির অংশ হিসেবে বাইরে বের হয়ে মাস্ক ঠিকঠাক না পরলে এক হাজার দিরহাম জরিমানার বিধি প্রয়োগ করছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ।
মাস্ক পরেছেন, কিন্তু নাক বের হয়ে আছে বা মুখ বের হয়ে আছে এমন পথচারীদের দেখলে এক হাজার দিরহাম জরিমানা করছে দুবাই পুলিশ। এ নিয়মমতো মাস্ক না পরায় এবং সামাজিক দূরত্ব না মানায় ১০ হাজার ২৮৬ জনের কাছ থেকে এক হাজার দিরহাম জরিমানা আদায়ও করেছে পুলিশ।
দুবাই পুলিশের এক কর্মকর্তা গালফ নিউজকে বলেন,দুবাই পুলিশ শুরু থেকে এ ব্যাপারে সতর্কতা জারি করে। পরে জরিমানা কার্যকর করা হয়।
এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৮৪ জন। এদের মধ্যে ২০৮ জন মারা গেছে। এই রোগ থেকে সুস্থ হতে পেরেছে ছয় হাজার ৯৩০ জন। করোনাভাইরাসের পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।