মায়ের মতো পরিণতি মেয়েরও, আফগান সাংবাদিককে গুলি করে হত্যা
আফগানিস্তানে সাংবাদিক মালালা মাইওয়ান্দকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর গাড়িচালকও দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। মালালা মাইওয়ান্দের মাকেও পাঁচ বছর আগে গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। তিনি আফগানিস্তানের পরিচিত সমাজকর্মী ছিলেন। সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গাড়িতে করে অফিসের কাজে পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ যাওয়ার পথে গুলিবিদ্ধ হন আফগানিস্তানের ওই নারী সাংবাদিক ও তাঁর গাড়িচালক। বন্দুকধারী গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই সাংবাদিকসহ গাড়িচালক মোহাম্মদ তাহেরও নিহত হয়েছেন।
এনিকাস রেডিও ও টিভির সাংবাদিক ছিলেন মাইওয়ান্দ। গাড়ি নিয়ে অফিসের কাজে যাওয়ার পথে হামলার শিকার হন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। ন্যাটো ও ইইউ আফগানিস্তানে সম্প্রতি হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করার পরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
মাইওয়ান্দ সাংবাদিকতার পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবেও সক্রিয় ছিলেন।
গতকাল বৃহস্পতিবার নানগরহার প্রদেশে মালালা মাইওয়ান্দের জানাজা হয়। এতে প্রদেশটির গভর্নর হায়াতুল্লাহ হায়াতিও অংশ নেন।