মুসকানের সাহসিকতার জন্য পাঁচ লাখ রুপি পুরস্কার
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে হিজাব নিষিদ্ধের জেরে তীব্র উত্তেজনার মধ্যে মুসলিম এক ছাত্রী প্রতিবাদ জানিয়ে প্রশংসায় ভাসছেন। গেরুয়া ওড়না পরা একদল ছাত্র-ছাত্রীর ‘জয় শ্রী রাম’ স্লোগান ও হেনস্তার মুখে প্রতিবাদ জানানো সাহসী ওই ছাত্রীকে পাঁচ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে দেওয়া এক বার্তায় ভারতের মুসলিমদের নেতৃস্থানীয় সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দ এই পুরস্কারের ঘোষণা দিয়েছে। খবর টাইমস নাওয়ের।
টুইটে জমিয়ত উলামা-ই-হিন্দ বলেছে, নিজের সাংবিধানিক এবং ধর্মীয় অধিকারের জন্য তীব্র প্রতিবাদের মুখে বিবি মুসকান খান একাই দাঁড়িয়েছিলেন। তার এই সাহসিকতার জন্য পাঁচ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
একই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কর্ণাটকের মান্দিয়ার একটি কলেজ চত্বরে গেরুয়া ওড়না পরা একদল ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে একাই দাঁড়িয়ে প্রতিবাদ করছেন মুসকান খান নামের ওই ছাত্রী।
পরে তিনি বলেছেন, কলেজে যারা তাকে হেনস্তা করেছে তাদের বেশিরভাগই বহিরাগত। মান্দিয়ার পিইএস কলেজের অধ্যক্ষ, প্রভাষক এবং সহপাঠীরা তাকে সমর্থন জানিয়েছেন। শত শত তরুণের সামনে একাই প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন মুসলিম এই ছাত্রী।
ভিডিওতে দেখা যায়, ওই তরুণী স্কুটার পার্কিংয়ে রেখে কলেজ ভবনের দিকে হাঁটছেন। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় এবং তার দিকে এগিয়ে যায়। পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেওয়ার সময় এই তরুণীকে ভীত দেখা যায়নি। ওই সময় হাত উপরে তুলে আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে এগিয়ে যেতে দেখা যায় তাকে। পরে কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকরা তাকে সরিয়ে নেন।