‘লুটপাট ঠেকাতে’ কাবুলে প্রবেশ করল তালেবান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/15/kaabule.jpg)
যোদ্ধাদের আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের নির্দেশ দিয়েছে তালেবান। রোববার সন্ধ্যায় যোদ্ধাদের কাবুলে প্রবেশের নির্দেশ দেয় তারা।
এই নির্দেশ দেওয়ার পর দেশটির ক্ষমতা দখলের দ্বারপ্রান্তে চলে গেল তালেবান। বিবিসি ও স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এর আগে কাবুল শহরের প্রবেশ পথে অবস্থান নেয় তালেবান।
তালেবানের এক মুখপাত্র বলেছেন, সদস্যদের কাবুলে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। ‘লুটপাট ঠেকাতে’ এই নির্দেশ দেওয়া হয়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/08/15/kaabulec.jpg 687w)
মুখপাত্র আরো বলেন, পুলিশ এবং সরকারি কর্মকর্তারা নিজেদের পদ-পদবি ছেড়ে পালিয়ে চলে যাচ্ছেন। সেখানে আইন ও নিয়মশৃঙ্খলারও একটি বিষয় রয়েছে।
এদিকে, আফগানিস্তান ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তাজিকিস্তানের উদ্দেশে তিনি রওনা হয়েছেন। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন। তবে তালেবান বলছে, এ বিষয়ে তারা কিছুই জানেন না। ঘানির অবস্থান সম্পর্কে খোঁজখবর নিচ্ছে তারা।
এর আগে আশরাফ ঘানির পালিয়ে যাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছিল আল জাজিরা। সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছিল, পশ্চিমাসমর্থিত এ নেতা এখনো আফগানিস্তানেই রয়েছেন। তিনি তাঁর স্ত্রীর সঙ্গে কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসে রয়েছেন।