সংগীতশিল্পীর সামনে বাদ্যযন্ত্র পুড়িয়ে দিল তালেবান (ভিডিও)
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/16/w2k0kfvgaavrg0si_1642313615.jpeg)
আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে এক সংগীতশিল্পীর সামনে তাঁর বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে তালেবান যোদ্ধারা। এক আফগান সাংবাদিকের পোস্ট করা ভিডিওতে এই দৃশ্য দেখা যায়। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল হক ওমেরি টুইটারে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বাদ্যযন্ত্রে আগুন দেওয়ার পর সংগীতশিল্পী কাঁদছেন। ভিডিওতে আরও দেখা যায়, একজন বন্দুকধারী ব্যক্তি সংগীতশিল্পীকে দেখে হাসছেন। অপর এক ব্যক্তি সংগীতশিল্পীর দুরবস্থার ভিডিও তৈরি করছেন।
ওমেরি টুইট বার্তায় বলেন, সংগীতশিল্পীর বাদ্যযন্ত্র তালেবান পুড়িয়ে দিলে তিনি কান্না করেন। ঘটনাটি আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের জাজাইআরুব জেলায় ঘটে।
আগে তালেবান যানবাহনে গান নিষিদ্ধ করে। তারা বিয়েতে লাইভ মিউজিক নিষিদ্ধ করেছে। পুরুষ ও নারীদের ভিন্ন হলে উৎসব উদ্যাপনের নির্দেশ দেয়। এ ছাড়া তালেবান বিভিন্ন বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে।
২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা আবার তালেবানের হাতে যায়। পরে সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান।