সমালোচনা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশকে একটি অনিরাপদ অবস্থানে নিয়ে যাচ্ছেন, মার্কিন আইনপ্রণেতাদের এমন অভিযোগের পরও ইরানকে কঠোর হুমকি দিয়ে প্রতিশোধমূলক হামলা থেকে বিরত রাখার চেষ্টা অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন।
ইরান যদি কোনো মার্কিন নাগরিক বা স্থাপনায় হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে বলে গতকাল রোববার হুঁশিয়ারি দেন ট্রাম্প। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘এই মিডিয়া পোস্টগুলো মার্কিন কংগ্রেসের জন্য প্রজ্ঞাপন হিসেবে কাজ করবে যে ইরান যদি কোনো মার্কিন নাগরিকের ওপর বা কোনো মার্কিন স্থাপনায় হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র দ্রুত ও আরো কঠোর হামলা চালাবে।’
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত শুক্রবার মার্কিন বিমান হামলায় ইরানের অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকির জবাবে এসব কথা বলেন ট্রাম্প।